জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মোঃ ফরিদ খন্দকার। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান- ২০২৩ সালের ১৪মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেড়ে ১২ বছর বয়সী এক কন্যাকে উলঙ্গ করে মারধর করে নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী নয়নকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামী আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এডভোকেট ফজলুল হক আরো জানান, ২০২৩ সালের ০৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা এক মামলায় মোঃ ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।
এসআর