এইমাত্র
  • দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা
  • গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
  • দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
  • চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস
  • স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
  • বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
  • শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
  • যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
  • চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় 'ট্যাটু সোহেল' গ্রেফতার
  • বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি
  • আজ বুধবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    যশোর–৩ আসন

    বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের চেয়ে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের সম্পদের পরিমাণ বেশি। তবে অমিতের বিরুদ্ধে রয়েছে ৫৩টি মামলা, অন্যদিকে আব্দুল কাদেরের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। উভয় প্রার্থীই পেশায় ব্যবসায়ী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

    হলফনামায় অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স), এমএসসি ও এমবিএ। তিনি পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোট ৫৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৬টিতে তিনি খালাস পেয়েছেন এবং ৭টি মামলা বর্তমানে চলমান রয়েছে।

    অমিত তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১১ কোটি ৪২ লাখ ৩ হাজার ৯৯৮ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৫১১ টাকা। ব্যাংক হিসাবে জমা আছে ২ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ার (স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির) রয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ৮৯ টাকা। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ ৬৫ লাখ ৩৬ হাজার ৬১৩ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ১৫২ টাকা। ডিপিএস রয়েছে ২ কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৯১১ টাকা। বীমা ও ট্রাস্টে রয়েছে ২৭ লাখ ৭১ হাজার ২৭৪ টাকা।

    তিনি স্বর্ণালংকার দেখিয়েছেন ১২ হাজার ৫০০ টাকা মূল্যের। ইলেকট্রনিক পণ্য রয়েছে ৪ লাখ টাকার এবং আসবাবপত্র ২ লাখ ৫০ হাজার টাকার। তার কৃষিজমির মূল্য ৫৬ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকা। তিন শতক জমির ওপর একটি একতলা বাড়ি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৮৫ হাজার টাকা। অকৃষিজমি রয়েছে ৩৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের। এ ছাড়া ৩০ তোলা স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্য রয়েছে ৩০ হাজার টাকা ও আসবাবপত্র ২০ হাজার টাকার।

    স্থাবর সম্পদের হিসাবে অমিত ৩৭১ দশমিক ৫০ শতক কৃষিজমি দেখিয়েছেন, যার মূল্য ৩২ লাখ ৭১ হাজার ২৮২ টাকা। তার নামে ৩০৭ দশমিক ৫১ শতক অকৃষিজমি রয়েছে, যার মূল্য ৫২ লাখ ৬৭ হাজার ৯৪৫ টাকা। একটি দ্বিতল বাড়ির মূল্য দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা। এ ছাড়া তার নামে দুটি ফ্ল্যাট রয়েছে, যার মোট মূল্য ১৪ লাখ ২২ হাজার ৮৫০ টাকা।

    অমিতের স্ত্রী সোহানা পারভীনের পেশা ব্যবসা উল্লেখ করা হয়েছে। তার বার্ষিক আয়ের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তার অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৫৪৮ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৭১ টাকা। সঞ্চয়পত্রে জমা আছে ১ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৩২ টাকা এবং ডিপিএস ৯৫ লাখ ৪৯ হাজার ৫০৭ টাকা। তার নামে একটি যানবাহন রয়েছে, যার মূল্য ২৭ লাখ ১৭ হাজার টাকা। সোনা ও অন্যান্য ধাতুর মূল্য ১ লাখ ৫০ হাজার ১ টাকা। ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

    সোহানা পারভীনের স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৮২১ টাকা। এর মধ্যে কৃষিজমি রয়েছে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের। ঢাকার বনানী আবাসিক এলাকায় তার নামে ২ হাজার ৬৮৮ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৩২১ টাকা। বসুন্ধরা দক্ষিণ আবাসিক এলাকায় একটি প্লটের জন্য অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে ৫৪ লাখ টাকা।

    অন্যদিকে, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের হলফনামায় উল্লেখ করেছেন, তিনি এমএ পাস এবং পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তার বার্ষিক আয় ১৪ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে আয় ৫ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা, ব্যবসা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার ও সঞ্চয় ব্যাংক আমানত থেকে আয় ২ লাখ ৩৫ হাজার ৩৮ টাকা।

    আব্দুল কাদেরের অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৪৫ লাখ ৫৩ হাজার ৪২৩ টাকা। শেয়ার ও বন্ডের মূল্য ১ কোটি টাকা এবং সঞ্চয়পত্রে রয়েছে ১ কোটি টাকা। তার নামে একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মূল্য ১৯ লাখ ৬৩ হাজার টাকা। তিনি ২২ ভরি স্বর্ণের মূল্য দেখিয়েছেন ২ লাখ ৬০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য ২ লাখ টাকা এবং আসবাবপত্র ১ লাখ ৪০ হাজার টাকা। তার নামে ৫০ হাজার টাকা মূল্যের একটি পিস্তল রয়েছে। এ ছাড়া ১২০ দশমিক ৪১ শতক জমির তথ্যও উল্লেখ করা হয়েছে।

    আব্দুল কাদেরের স্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ১৫৭ দশমিক ৫৮ শতক কৃষিজমির মূল্য দেখানো হয়েছে ২৮ লাখ ৮৯ হাজার ১০৮ টাকা। অকৃষিজমির মূল্য ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। তার নামে একটি আবাসিক ভবন রয়েছে, যার মূল্য ২১ লাখ ৪১ হাজার ২৫০ টাকা এবং একটি অ্যাপার্টমেন্ট রয়েছে ৩৬ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের। তার নামে ব্যাংক ঋণ ও জমি বিক্রি বাবদ অগ্রিম গ্রহণের পরিমাণ ৮১ লাখ ৩৩ হাজার ৬৮৮ টাকা।

    আব্দুল কাদেরের স্ত্রী সাবেকুন নাহার জেসমিনের পেশা ব্যবসা উল্লেখ করা হলেও তার আয়ের উৎসের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তার অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৫৩ লাখ ৩০ হাজার ৮৭৩ টাকা। শেয়ার ও বন্ডের মূল্য ১ কোটি টাকা এবং সঞ্চয়পত্রে রয়েছে ২ কোটি টাকা। তার নামে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪৩ ভরি স্বর্ণ রয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং আসবাবপত্র ৩ লাখ ৭০ হাজার টাকার। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৮৬ লাখ টাকা মূল্যের ৪৩ শতক কৃষিজমি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…