জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৪ বস্তা ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও বালুরচর বাজারস্থ সরল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে সরকারি রাস্তার ওপর থেকে ভারতীয় প্রসাধনীসহ দুইজনকে গ্রেপ্তার করে ডিবি-০২।
আটককৃতরা হলেন মো. আবু সাঈদ (৩৫) ও মো. সুজন মিয়া (২৮)। তারা দুজনই শেরপুর জেলার শ্রীবরদী থানার বাসিন্দা। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, চোরাই পণ্যগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
ডিবি-০২-এর অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান, অভিযান অব্যাহত রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে কোনো ধরনের প্রসাধনী পাচার করতে দেওয়া হবে না। ডিবি পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
এনআই