সিলেট থেকে বালুভর্তি ট্রাকে করে অভিনব কৌশলে ঢাকায় পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শাড়ীর বড় একটি চালান ধরা পড়েছে হবিগঞ্জের মাধবপুরে। প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই চোরাচালানটি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ বিজিবি। এসময় চোরাচালানে ব্যবহত ট্রাকও আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় দিবাগত রাত ২টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুবাহী ট্রাককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকের বালুর নিচে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্য ও জব্দকৃত ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এসব পণ্য সিলেট থেকে অবৈধভাবে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ী ও ট্রাক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এসআর