রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় (০৯) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন আসামিকে হাতেনাতে আটক করা হয়।
আসামিরা হলেন মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৩০) সকলের বাসা খেদারমারা ইউনিয়নে, এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা নং ০২, তারিখ ১৪/০১/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপর দিকে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মিনি স্টেডিয়ামের পাশে জনসাধারণ মাদকসহ মোঃ মোশারফ হোসেন (২১)নামে একজনকে আটক করে রেখেছে উক্ত সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই/অজয় সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৬ (ছয়) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে হেফাজতে নেয়।
উক্ত ঘটনায় বাঘাইছড়ি থানার মামলা নং-০১, তারিখ-১৪/০১/২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।
আটকের বিষয়টি বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশ এবং ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর