বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন পাথরঘাটা-বরগুনা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক (জি) বিএন-এর নেতৃত্বে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১৫ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানার ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য এই যৌথ চেকপোস্টে অংশ নেন।
চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস, ট্রাক, ইজি বাইক ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়।
অভিযানে মোট ৫৫টি মোটরসাইকেল, ৩টি ইজি বাইক, ৪টি ট্রাক, ৬টি মাইক্রোবাস ও ৩টি বাস তল্লাশি করা হয়। এদের মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলাগুলোর বিপরীতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১টি মামলায় ৫ হাজার টাকা, হেলমেট না থাকায় ২টি মামলায় ৬ হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচলের দায়ে ৩টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১৮ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
এসআর