ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক অলরাউন্ডার জেজে স্মাটস। প্রোটিয়াদের হয়ে ১৩টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
ফুটবলে পরিচিত ‘আজ্জুরি’ নামেই বিশ্বমঞ্চে অভিষেক ঘটবে ইতালির ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হবে দেশটির। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে তারা।
আগেই নিশ্চিত করা হয়েছিল, দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেন। তবে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না এমিলিও গে।
গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইতালি। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নেপালও।
ইতালির স্কোয়াড:
ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিড, জায়েন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।
আরডি