নাটোর–৩ (সিংড়া) আসনে ১০–দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে প্রার্থী হিসেবে বাতিলের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, নাটোর–৩ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যাঁর বিরুদ্ধে অতীতে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে। তাঁদের মতে, এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়া হলে জনমনে নেতিবাচক বার্তা যাবে।
এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাঁরা এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে একই দিনে পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির উপজেলা কমিটির সদস্যসচিব মিজানুর রহমান। তিনি বলেন, তাঁদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
ইখা