কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়। ওই বক্তব্যে তিনি এক ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে অবমাননাকর মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন বটতৈল ও কবুরহাট এলাকার স্থানীয় নারীরা।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এই মিছিল ঝাড়ু অনুষ্ঠিত হয়। মিছিল থেকে জামায়াত ইসলাম ও ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
এসআর