এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় সরিষার হলুদে ছেয়ে গেছে মাঠ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

    বাঘায় সরিষার হলুদে ছেয়ে গেছে মাঠ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলায় সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ-ঘাট। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আগাম চাষের কারণে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। 

    উপজেলার সমতল এলাকার পাশাপাশি দুর্গম পদ্মা নদীর চরাঞ্চলেও এ বছর ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। সরিষার ভালো দাম ও স্বল্প খরচে অধিক লাভের সম্ভাবনায় অনেক কৃষক এবার বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে ঝুঁকেছেন। ফলে উপজেলার প্রায় প্রতিটি মাঠেই চোখে পড়ছে হলুদ ফুল আর সবুজ ফসলের সমারোহ।

    স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রহায়ণ মাসে সরিষা চাষ শুরু হয়ে পৌষ ও মাঘ মাসে মাঠজুড়ে ফুটে ওঠে হলুদ ফুল। এই সময়টাতে সরিষা ক্ষেত হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ। অনেকেই রঙিন পোশাকে সেজে সরিষা ক্ষেতে ছবি তুলছেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন।

    বাঘার চরাঞ্চলের কৃষক গোলাম মোস্তফা জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। তাঁর ভাষায়, সরিষা চাষে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার ভালো লাভ হবে।

    বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ বছর বন্যার ফলে চরাঞ্চলে পলি জমে মাটির উর্বরতা বেড়েছে। শুধু চরাঞ্চলে না উপরের ফসল  গুলোতেও  ফলে সেখানে ব্যাপক হারে সরিষার চাষ হয়েছে। কৃষকরা বারি-১৪, বারি-১৮ এবং টরি-৭ জাতের সোনালী সরিষা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

    তিনি আরও জানান, চলতি মৌসুমে সরিষার ভালো উৎপাদন হলে কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভোজ্য তেলের ঘাটতি পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাঘা উপজেলায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৮০০ হেক্টর। গত মৌসুমে আবহাওয়া অনুকূল না থাকায় হেক্টরপ্রতি গড় উৎপাদন ছিল ০.৯ মেট্রিক টন। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…