এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খামারিকে রক্তাক্ত করে ৭টি গরু লুটে নিল ডাকাত দল

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    খামারিকে রক্তাক্ত করে ৭টি গরু লুটে নিল ডাকাত দল

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকার একটি খামারে হামলা চালিয়ে খামারিকে রক্তাক্ত করে ৭টি গরু লুটে নিয়েছে ডাকাত দল। 

    মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত ‘ব্রাদার্স অ্যাগ্রো’ নামক খামারে এই ডাকাতির ঘটনা ঘটে।

    একের পর এক গরু ডাকাতির ঘটনায় সীতাকুণ্ডের জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুটের ঘটনা যেন এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

    খামার সূত্রে জানা যায়, ভোরে ডাকাতরা দেয়াল টপকে খামারের ভেতর প্রবেশ করে এবং মোহাম্মদ বাচ্চু মিয়া নামে এক কর্মীর গলায় ছুরি ধরে তাঁকে জিম্মি করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে দুটি কোপ দেয়। এরপর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁর পায়ের হাড় ভেঙে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

    ব্রাদার্স অ্যাগ্রোর মালিক সাজেদ চৌধুরী ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে বাচ্চু মিয়াই খামারটি দেখাশোনা করছিলেন। লুট হওয়া গরুর মধ্যে ছয়টি ষাঁড় ও একটি গাভি রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

    ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “গরু ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ‘এন আই এগ্রো ফার্ম’ থেকে মালিকসহ দুজনকে অস্ত্রের মুখে বেঁধে ১২টি গরু লুটে নেয় ডাকাত দল। ওই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা হলেও পুলিশ এখনো গরুগুলো উদ্ধার করতে পারেনি। ধারাবাহিক এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…