ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে নিলুফা ইয়াসমিন নামের এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ছয়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুগন্ধা নদীর পাড় থেকে নিথর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা এবং নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, নিলুফা ইয়াসমিন সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি। পরদিন সকালে নদীর পাড়ে তাঁর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।
নিলুফা ইয়াসমিন ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকার পরিচিত মুখ এবং স্থানীয় বাসিন্দা ইলিয়াসের মা।
এলাকাবাসী ও নিলুফার পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের অভিযোগ, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কানে থাকা স্বর্ণালংকার পাওয়া যায়নি। এ ছাড়া পানিতে ডুবে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয় বলেও তাঁরা সন্দেহ প্রকাশ করেন।
এ ঘটনার পেছনে অপরাধমূলক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এনআই