আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জন সংসদ সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
যারা প্রতীক পেলেন সেই প্রার্থীরা হলেন- (১) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। (২) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। (৩) জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক। (৪) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ পেয়েছেন হাতপাখা প্রতীক।
প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
এইচএ