এইমাত্র
  • সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আর নেই
  • হয়রত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
  • তারেক রহমান সিলেটে পৌঁছেছেন
  • নির্বাচনে বিএনপির বিদ্রোহী ৫৯ নেতাকে বহিষ্কার
  • সমুদ্রে ভাসতে থাকা বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে দিলো ভারত
  • ‘হাঁস দিয়েই ধান খাইয়ে জয়ী হবো’
  • মুন্সিগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার, দুই বেকারিকে জরিমানা
  • মুন্সিগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের দাবি
  • নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা
  • মিরসরাইয়ের পূর্ব শত্রুতার জেরে শিশুকে আছাড় মেরে হত্যা!
  • আজ বৃহস্পতিবার, ৮ মাঘ, ১৪৩২ | ২২ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন সেকেন্ড লেডি উষা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

    চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন সেকেন্ড লেডি উষা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবারে আসছে নতুন অতিথি। দেশটির সেকেন্ড লেডি উষা ভ্যান্স চতুর্থ সন্তানের মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় তিনি জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে একটি পুত্রসন্তানের জন্ম দেবেন তিনি। উষা ভ্যান্স ও তার অনাগত সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে তার কার্যালয়। খবর বিবিসি

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উষা ভ্যান্স জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘উষা ও তার গর্ভের সন্তান দুজনই সুস্থ আছেন’। ৪০ বছর বয়সী উষা ভ্যান্স ও জেডি ভ্যান্সের ইতোমধ্যে তিনটি ছোট সন্তান রয়েছে— ইওয়ান, বিবেক ও মিরাবেল।

    উষা ভ্যান্সের জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর শ্রমজীবী অধ্যুষিত এলাকায়। তার বাবা ছিলেন একজন যান্ত্রিক প্রকৌশলী এবং মা ছিলেন একজন মলিকিউলার জীববিজ্ঞানী। উষা ভ্যান্সের মা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

    ২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়ার সময় ‘আমেরিকায় সামাজিক অবক্ষয়’ বিষয়ক একটি আলোচনা চক্রে যোগ দিয়ে জেডি ভ্যান্সের সঙ্গে তার পরিচয় হয়।

    সেকেন্ড লেডি হওয়ার আগে উষা ভ্যান্স একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি সান ফ্রান্সিসকোর মুঙ্গার, টোলস অ্যান্ড ওলসন নামের একটি আইন প্রতিষ্ঠানে করপোরেট লিটিগেটর ছিলেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এবং আপিল বিভাগের বিচারক ব্রেট কাভানঘের সঙ্গে কাজ করেন। পরে ডোনাল্ড ট্রাম্প তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

    উষা ভ্যান্স হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম সেকেন্ড লেডি যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ফার্স্ট লেডিরা স্বামীর দায়িত্বকালীন সময় সন্তান জন্ম দিয়েছেন।

    এর আগে ১৮৯৩ সালে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসেই কন্যাসন্তান এসথারের জন্ম দেন। পরে তাদের আরেক সন্তান মেরিয়নের জন্ম হয় হোয়াইট হাউসের বাইরে।

    এদিকে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মহার বাড়ানোর পক্ষে ট্রাম্প প্রশাসনের অন্যতম সোচ্চার সদস্য হিসেবে পরিচিত। গত বছর তিনি বলেছিলেন, ‘আমি খুব সহজভাবে বলছি— আমি যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু চাই।’

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…