চট্টগ্রামের আনোয়ারা উপকূলে অবৈধ বেহুন্দি জালের বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ১০টি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। জব্দকৃত জালের আনুমানিক দৈর্ঘ্য এক লাখ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযান শেষে এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আনোয়ারা উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ জাল নির্মূল ও অপসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ (২য় ধাপ) এর অংশ হিসেবে জেলা মৎস্য দপ্তর, উপজেলা মৎস্য দপ্তর (আনোয়ারা ও বাঁশখালী) এবং বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিব উদ্দীন এবং চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
অভিযান শেষে সাঙ্গু স্টেশন, গহিরার পল্টন এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ বেহুন্দি জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, অবৈধ বেহুন্দি জাল সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের পোনার মারাত্মক ক্ষতি করছে। সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআই