রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০ পিচ কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আড়ানী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০ পিচ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আটককৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে চন্ডিপুর বাজারে সারের ডিলার প্রতিশ্রুতিপূর্ণ সঠিকভাবে সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভাসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, 'কারেন্ট জাল একটি ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি তা ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।'
উপজেলা প্রশাসন সর্বদা জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআই