সেবক হওয়ার সুযোগ পেলে 'চাঁদাবাজ'- 'সন্ত্রাস' ও 'জুলুমকারীর' কোন স্থান এই ধামরাইয়ে হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-২০ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
শনিবার (২৯নভেম্বর) দুপুরে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পেশাজীবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুরাদ এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে "ডে ওয়ান থেকে এক বছরের মধ্যে ১ কোটি বেকারদের কর্ম সংস্থান করা হবে"। তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে সবার অংশগ্রহণে দেশের উন্নয়ন করা হবে। মসজিদের ইমামদের দিয়ে শুধুমাত্র নামাজ পড়ানো নয় বরং সমাজের সবার সঙ্গে সম্মিলিতভাবে সমাজের উন্নয়নে তাদেরকেও সম্পৃক্ত করা হবে।’
কালামপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. জলিলের সভাপতিত্বে এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসার মোহতামিমসহ ধামরাই থানা, পৌরসভার বিভিন্ন পেশার প্রায় দুইহাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
ইখা