জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গার্লস স্কুলের এক শিক্ষককে ৪ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে বকশীগঞ্জ উপজেলার মোড়স্থ মেসার্স জনতা এন্টারপ্রাইজের সামনে থেকে ৪ বোতল ভারতীয় মদসহ তারাটিয়া গার্লস স্কুলের বিএসসি শিক্ষক মো. গোলাম মোস্তফা বুলবুল (৫৬)-কে আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২-এর সদস্যরা। আটককৃত শিক্ষক বকশীগঞ্জ উপজেলার উত্তর কামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের সন্তান।
আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে দুটি বোতল ভেঙে যায়। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এনআই