ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় পদ্মা নদীর মাঝখানে ৪টি ফেরি আটকা পড়ে আছে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
জানা গেছে, পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়ায় নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। নৌদুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা তীব্র শীত ও কুয়াশার মধ্যে দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন,“ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”
এফএস