এইমাত্র
  • তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  • ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
  • পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
  • ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
  • ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • আজ রবিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

    নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।

    শনিবার (২৭ ডিসেম্বর) দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিবৃতিতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকেই ১৯৯৯ সালে সখীপুর–বাসাইল উপনির্বাচনের মধ্য দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যাত্রা শুরু হয়। দলটি শুরু থেকেই নিজেকে একটি গণতান্ত্রিক নির্বাচনি দল হিসেবে দাবি করে আসছে এবং সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের কথা বলে এসেছে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি—যার প্রমাণ দেশবাসী প্রত্যক্ষ করেছে। গত জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে বিদায়ী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তবে অন্তর্বর্তী সরকার এখনো সেই ধরনের নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে পারেনি। বরং পূর্ববর্তী সরকারের সময়কার অনিয়ম ও সংকটের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

    এতে আরও বলা হয়, বর্তমানে দেশে মানুষের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত নয়, আইনের শাসন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির অবস্থায় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে যথাযথ উদ্যোগ নেওয়ার পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়, এ ধরনের বাস্তবতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।

    এসব বিষয় বিবেচনায় নিয়ে গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…