নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।
এর আগে শনিবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস বেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর খাবারের জন্য বাড়ির উদ্দেশে রওনা হয় ইউনুস। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরেও মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল তার ভাগিনা মোহাম্মদ ইউনুস। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, নিহতের দাদা ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘাতক অটোচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এনআই