এইমাত্র
  • তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
  • স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী
  • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬
  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

    রাঙ্গামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

    রাঙ্গামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে নির্বাচনের লড়াইয়ে অংশ নিতে শেষ দিন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসন থেকে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠে টিকে থাকতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮ জন।

    এদিন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফীর হাতে মনোনয়ন পত্র জমা দেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,এ্যাডভোকেট দীপেন দেওয়ান (বিএনপি), এ্যাডভোকেট মোখতার আহমেদ (জামায়াতে ইসলামী), আবু বক্কর সিদ্দীক (বাংলাদেশ খেলাফত মজলিস), অশোক তালুকদার (জাতীয় পার্টি), জুঁই চাকমা (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), মাওঃ জসিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এমএ বাশার (গণঅধিকার পরিষদ), পহেল চাকমা (স্বতন্ত্র)।

    মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেননি ৫ জন প্রার্থী। তারা হলেন- এনসিপি-র প্রিয় চাকমা, জাকের পার্টির আব্দুল হক এবং স্বতন্ত্র প্রার্থী বাপ্পি চাকমা, মৈত্রী চাকমা ও কল্যাণ চাকমা।

    রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার নাজমা আশরাফী বলেন, জমা পড়া মনোনয়নপত্রগুলো এখন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় যাবে। এরপরই চূড়ান্ত হবে কারা থাকছেন নির্বাচনী লড়াইয়ের মূল ব্যালটে।

    উল্লেখ্য, ৬১১৬.১৩ বর্গ কি.মি এর আয়তন এর রাঙ্গামাটি পার্বত্য জেলা ২৯৯ নং সংসদীয় আসনের ১০ টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…