বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ডে টুকুর নিজ কার্যালয়ে টুকুকে শরিফুল ইসলাম কাসেমী ফুলেল শুভেচ্ছা জানান এবং জোটের প্রার্থীর পক্ষে একযোগে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান। এ সময় টুকুও সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মুফতি শরিফুল ইসলাম কাসেমী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর-৫ আসনে কাজ করে আসছি। এ এলাকার মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করেছি। তবে দল যেহেতু জোটগতভাবে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমার এই যাত্রা এখানেই শেষ নয়। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তেমনি আপনাদের পাশেই থাকবো।”
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে আমার জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান মারুফ, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা সাদিমুল্লাহ সাদীম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজ খান প্রমুখ।
পরে নেতৃবৃন্দ টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। এসময় সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং টুকু মুফতি কাসেমীকে বুকে জড়িয়ে ধরেন।
এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী ও যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এমআর-২