সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাজীপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাইদ। তিনি বলেন, “পুরোনো একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, আশরাফুল আলম ২০০৮ সাল পর্যন্ত একটানা দীর্ঘদিন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি গান্ধাইল ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন।
এনআই