এইমাত্র
  • তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
  • স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী
  • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬
  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

    চুয়াডাঙ্গার দুই আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

    চুয়াডাঙ্গার দুই আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভন্ন রাজনৈতিক দলের ১১ জন প্রার্থী।

    মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

    চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, এনসিপি মনোনীত প্রার্থী মোল্লা ফারুক এহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব ও এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন।

    অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম, এবি পার্টির মনোনীত প্রার্থী জেলা আহ্বায়ক আলমগীর হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো.জহুরুল ইসলাম। মনোনয়নপত্র জমা কালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

    মনোয়নপত্র দাখিল শেষে বিএনপির দুই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালণে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগনের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি।

    জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগনের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো।

    রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, এই দুটি আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১২ জনের মধ্যে সোমবার বিকাল ৫ পর্যন্ত ১১ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদরের একাংশ ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

    অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…