আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত থেকে তাকে আমি স্পর্শ করতে পারব—এমন আবেগতাড়িত কথা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের।
বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার দাফন শেষে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যাওয়ার পথে দেশের অন্যতম একটি টিভি চ্যানেল এর প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালক বলেন, এভায়কেয়ার থেকে তার বাসা, বাসা থেকে জানাজাস্থল, সেখান থেকে জিয়া উদ্যান—সবখানেই আমি নিজ হাতে তাকে উঠিয়েছি ও নামিয়েছি।
তিনি বলেন, আমি চেয়েছিলাম, ম্যাডাম আরও বেঁচে থাকুক। আর ৫ বছর বেঁচে থাকলে দেশটা আরও উন্নত হতো। আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ছোটবেলা থেকেই আমি তাকে দেখছি, তার বক্তব্য আমার ভালো লাগত। আমি মন থেকে তাকে পছন্দ করি।
এফএস