আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নওগাঁ জেলায় বিএনপির অন্তত ছয়জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো কোনো আসনে দলীয় প্রার্থীর বিপরীতে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের সমীকরণে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে দলের একটি অংশের ধারণা, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন।
নওগাঁ জেলার ১১টি উপজেলা নিয়ে মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নওগাঁ-২ ও নওগাঁ-৪ ছাড়া বাকি চারটি আসনে দলীয় প্রার্থীর পাশাপাশি বিএনপির ছয়জন নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হওয়া এসব নেতার দাবি, কর্মী-সমর্থকদের চাপ ও অনুরোধেই তারা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন।
১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নওগাঁর ছয়টি আসনে মোট ৫৩টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও জমা পড়েছে ৪১টি। এর মধ্যে নওগাঁ-১ আসনে আটজন, নওগাঁ-২ আসনে ছয়জন, নওগাঁ-৩ আসনে আটজন, নওগাঁ-৪ আসনে সাতজন, নওগাঁ-৫ আসনে সাতজন এবং নওগাঁ-৬ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ছয়টি আসনেই বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তবে প্রার্থী ঘোষণার পর নওগাঁ-২ বাদে বাকি পাঁচটি আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা আন্দোলনে নামেন। এরপরও দলীয় সিদ্ধান্তে পরিবর্তন না আসায় মনোনয়নবঞ্চিত নয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন, যাঁদের মধ্যে ছয়জন শেষ পর্যন্ত জমা দেন।
নওগাঁ-১ আসন
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন।
ছালেক চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় রাজনীতি করছি। মানুষের ভালোবাসায় তিনবার এমপি নির্বাচিত হয়েছি। সাধারণ ভোটারদের চাপেই মনোনয়ন জমা দিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কি না, তা কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
নুরুল ইসলাম জানান, কর্মী-সমর্থকেরাই তার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
অন্যদিকে দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, দলের নেতা-কর্মী ও ভোটারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। প্রয়োজনে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
নওগাঁ-২ আসন
এখানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনবারের সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান। মনোনয়নবঞ্চিত নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি।
নওগাঁ-৪ আসন
এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ইকরামুল বারী টিপু। এখানে মনোনয়নপ্রত্যাশী এম এ মতিন দলের সিদ্ধান্ত মেনে নিলেও আক্কাস আলী মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেও শেষ পর্যন্ত জমা দেননি।
নওগাঁ-৫ আসন
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক সনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েও পরপর তিনবার পৌর মেয়র নির্বাচিত হয়েছি। এলাকার নেতা-কর্মীদের মতে এখানে সঠিক প্রার্থী নির্বাচন হয়নি। তাঁদের চাপেই মনোনয়ন জমা দিয়েছি।
নওগাঁ-৬ আসন
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রেজাউল ইসলাম। তবে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনবারের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
আলমগীর কবির বলেন, কালোটাকার নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াতে এসেছি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। আত্রাই-রাণীনগরের মানুষ আমাকে চায় বলেই প্রার্থী হয়েছি।
দলীয় প্রার্থী শেখ রেজাউল ইসলাম পাল্টা বক্তব্যে বলেন, দলের নেতা-কর্মী ও ভোটারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।
অন্যান্য দল
নওগাঁর ছয়টি আসনে বিএনপির ১২ জন প্রার্থীর বাইরে জামায়াতে ইসলামীর ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়জন, জাতীয় পার্টির পাঁচজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এনআই