কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পৌরশহরের ফুলকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবক কুতুবদিয়া উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইসলামনগর এলাকায় বসবাস করছেন।
ভুক্তভোগী বেলাল হোসেন (৩২) মহেশখালী উপজেলার হোয়ানক ছণখোলা এলাকার বাসিন্দা। তিনি একজন দিনমজুর। কাজের সন্ধানে চকরিয়ায় আসার সময় অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘মোবাইল চোর’ সন্দেহে তার হাতে থাকা মুঠোফোনটি কেড়ে নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ সময় বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
তিনি দীর্ঘদিন ধরে পৌরশহরের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে সাধারণ পথচারীদের কাছ থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন,“ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এনআই