নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায়।
আনোয়ারা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সমাবেশস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে।’
মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মী–সমর্থকদের আয়োজনে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৭ ধারার আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার মুঠোফোনে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘একজন সমর্থককে জরিমানা করা হয়েছে।’
ইখা