এইমাত্র
  • এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
  • ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা
  • চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
  • নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত
  • জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
  • আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
  • রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
  • মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
  • ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
  • হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পুঠিয়ায় মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

    পুঠিয়ায় মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

    চলমান শৈত্যপ্রবাহে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের স্বল্পতায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি। তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

    রবিবার (৪ জানুয়ারি) সন্ধা থেকে গভীররাত পযর্ন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে এবং এতিমখানার শিক্ষার্থীদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন তিনি।

    শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতে পারি না। রাতে ইউএনও স্যার কম্বল বাড়িতে এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।

    শীতবস্ত্র পেয়ে এতিমখানার শিক্ষার্থীরা বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীতের কারণে আমাদের কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

    কম্বল পেয়ে এক নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।

    এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, এই শীতে ছিন্নমূল ও  দরিদ্র অসহায় মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। ইউএনও আরও বলেন, আমরা প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। সরকারি নির্দেশনায় শীতার্তদের মধ্যে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

    এসময় ইউএনওর সঙ্গে ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার প্রমুখ।

    এদিকে উপজেলার শীতার্ত মানুষদের প্রতি ইউএনওর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। মানবতার এ দৃষ্টান্ত নিঃসন্দেহে আরও অনেককে অনুপ্রাণিত করবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…