রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। খবর এনডিটিভির।
রবিবার (০৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জানতেন তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি ‘তাকে খুশি করতে’ চেয়েছিল।
তিনি দাবি করেন, ভারত এরইমধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ভারত) আমাকে খুশি করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে, আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি।’
গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।
এমআর-২