লক্ষ্মীপুরে মাটিবাহী হাইড্রোলিক পিকআপ গাড়ির চাপায় ফাহিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্যাপুর গ্রামের কাজীর ডগীতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই গ্রামের দুলা হাজী বাড়ির কামাল হোসেনের ছেলে। তিনি ওই ফসলি মাঠের মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করেছিলেন৷
স্থানীয়রা জানান, চরশাহীর নুরুল্যাপুরের কাজীর ডগী নামক ফসলি মাঠ থেকে মাটি কেটে পিকআপে তুলছিলেন ফাহিম। এ সময় তিনি ওই পিকআপের নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরশাহীর দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পিকআপ চাপায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইখা