চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নৈশ প্রহরীর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।নিহতারা হলেন খালেদ প্রমাণিক ৩৫) ও সাইফুল ইসলাম (৩৮)। নিহত দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানা আব্দুল্লাহপুর এলাকায়।
নৈশ প্রহরীর সাইফুল ইসলামের মৃতদেহটি ছিল খণ্ডবিখণ্ড।আহত আছেন আরো দুই নৈশ প্রহরী। আহতরা হলেন, আশরাফুল ইসলাম ও রুবেল হাসান।
রবিবার (৪ জানুয়ার) দিবাগত রাতে দিকে কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা এলাকায় সাগর উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি নতুন জাহাজ গতকাল কাটার জন্য নিয়ে আসা হয়। নতুন জাহাজকে কেন্দ্র করে রাতের বেলায় বোটের মাধ্যমে সাগরে জোরদার করা হয় নৈশ প্রহরী। রাত তিনটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতের দল নৈশ প্রহরী অবস্থানরত একটি বোটে হামলা চালায়। এ সময় দুজন নৈশ প্রহরী বোট থেকে লাফ প্রাণে বাচেঁ। কিন্তু বোটে থাকা দুইজন নৈশ প্রহরী ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতের দল তাদের উপর হামলা চালায়। এতে ডাকাতের হামলায় আহত একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনের উদ্ধার হয়েছে খন্ডিত হাত আর মাথা।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে একটি স্ক্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য । রাত্রে একটি ডাকাতের দল জাহাজে ডাকাতি করতে আসে। এ সময় নৈশ প্রহরীর উপর ২০-২৫ জনের ডাকাতের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তারা কিভাবে মারা গেছে এখনো বিস্তারিত জানা যায়ন। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগেও আমাদের শিপ ইয়ার্ডে ডাকাতের ঘটনা ঘটে। বারে বারে ডাকাতির ঘটনায় শিপ ইয়ার্ডের মালিক পক্ষরা দুশ্চিন্তায় আছি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, নৈশ প্রহরীর বোটে ডাকাতের দল হামলা চালালে দুইজন লাফ দিয়ে প্রাণে বাঁচে। অপর দুজন ডাকাতের হামলার শিকার হয়। জীবিত উদ্ধার হওয়া নৈশ প্রহরীদের তথ্য মতে, ডাকাতরা হামলা দেওয়ার সাথে সাথে তারা পানিতে লাফ দেয়। বোটে থাকা দুজনের উপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়াও খালেদ প্রমাণিকের গায়ে কাদা থাকার কারণে তার শরীরে আহতের কোন চিহ্ন দেখিনি। আইনগত ব্যবস্থা নেওয়ার পরে বিস্তারিত জানা যাবে।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতের ঘটনায় শিপ ইয়ার্ডের দুই নৈশ প্রহরী নিহত হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
এসআর