চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন অ্যামোরিম। নিজেদের শেষ পাঁচ ম্যাচে একটিতেও জয় না পাওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে রেড ডেভিলস কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এছাড়া ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও পরিবর্তন আনার এখনই সঠিক সময়। এটি দলকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্থানে থেকে সম্ভাব্য সেরা সুযোগ দেবে। রুবেনের অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’
২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার পর অ্যামোরিমকে কোচ হিসেবে নিয়োগ দেয় ক্লাবটি। এই ১৪ মাসে ক্লাবটি ৬৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র ২৪টি। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় এসেছে মাত্র ১৫টি ম্যাচে।
চলমান মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৮ জয়, ৭ ড্র ও ৫ হারের মুখ দেখেছে ম্যান ইউ। পয়েন্ট টেবিলেও ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে রেড ডেভিররা। তাছাড়া সবশেষ পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়ার পর সমালোচনা ঝড় আরও তীব্র হয়।
এছাড়া গতকাল লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ড্র করার পর সংবাদ সম্মেলনে এসে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন অ্যামোরিম। তিনি বলেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন দলের ম্যানেজার হওয়ার জন্য, কেবল কোচ হওয়ার জন্য নয়। এ মন্তব্যটি ক্লাব কর্তৃপক্ষকে আরও তত্পর করে।
এ পরিস্থিতিতে অবশেষে তাকে বরখাস্ত করা হয়েছে। অ্যামোরিমের স্থলাভিষিক্ত হিসেবে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচে তিনি ইউনাইটেডের ডাগ আউটে দায়িত্ব পালন করবেন।
আরডি