এইমাত্র
  • আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে
  • খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ
  • কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • যুদ্ধের জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে, আবার রাশিয়ার খরচও জোগাচ্ছে ইইউ
  • তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
  • অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
  • সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
  • 'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব
  • টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
  • পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

    ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন।

    দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আবেদনটি দাখিল করা হয়। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সেই আবেদন মঞ্জুর করেন।

    আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৬/২০১৮ ও ১০৭/২০১৮ নম্বর সভায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘন করে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন। অভিযোগ অনুযায়ী, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিতে ব্যক্তি স্বার্থে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন, নীতিমালা প্রণয়ন ও নীতি বহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এ সংক্রান্ত নীতিমালা গেজেট আকারে প্রকাশ না করেই বরাদ্দ কার্যক্রম পরিচালনা করা হয়, যা দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    দুদক জানায়, এ ঘটনায় ২০২৬ সালের ১১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা নম্বর ০৯ দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে দুদক জানতে পারে, অভিযুক্ত কয়েকজন আসামি সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    এই প্রেক্ষাপটে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করার জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), মালিবাগ এবং তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর আবেদন জানানো হয়।

    যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন- সাবেক মন্ত্রী ও সাবেক এমপি ওবায়দুল কাদের, সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক সচিব মো. নজরুল ইসলাম, মোস্তাফা কামাল উদ্দীন, ড. আহমদ কায়কাউস, মো. আব্দুল জলিল, ড. জাফর আহমেদ খান, সাবেক অর্থ সচিব ও বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সাবেক সদস্য (সচিব) জুয়েনা আজিজ, সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, সাবেক সচিব আখতার হোসেন ভূইয়া এবং সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।

    দুদকের আবেদনের বিষয়ে আদালত পরবর্তী শুনানিতে প্রয়োজনীয় আদেশ দেবেন বলে জানা গেছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…