এইমাত্র
  • জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
  • ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
  • বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
  • নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
  • যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
  • তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
  • চট্টগ্রামে বিয়ের আনুষ্ঠানিকতার আগেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
  • সংকট কাটাতে এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি
  • এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
  • আজ শুক্রবার, ২৬ পৌষ, ১৪৩২ | ৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

    বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

    জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

    এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেট কর্মকর্তা। এরা হলেন, আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। 

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের ম্যাচ কর্মকর্তা প্যানেল প্রকাশ করে আইসিসি। 

    এর মধ্যে ১৭ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি রয়েছেন। ১৩টি ভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী এই প্যানেলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন করে আম্পায়ার রাখা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ থেকে রয়েছেন একজন করে আম্পায়ার।

    বাংলাদেশের পক্ষে আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান মুকুল। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই আম্পায়ার এখন পর্যন্ত ছেলেদের ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৫১টি টি–টোয়েন্টি ম্যাচে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। 

    ম্যাচ রেফারি প্যানেলে বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে থাকছেন ইংল্যান্ডের ডিন কস্কার, শ্রীলঙ্কার গ্রাহাম লা ব্রু এবং ভারতের প্রকাশ ভাট। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুলের অভিজ্ঞতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

    এদিকে ১৬ দলের অংশগ্রহণে এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি হারারেতে, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

    ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের ক্রিকেটে। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে যুব দল। গ্রুপ পর্ব শেষে ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ফেব্রুয়ারি হারারেতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…