এইমাত্র
  • উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
  • ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
  • ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের
  • দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
  • জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
  • ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
  • নির্বাচনের পর যে তিন কাজে মনোযোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে
  • ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
  • সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

    পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন শনিবার সকালে তেঁতুলিয়ায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই অঞ্চলে। তবে বৃহস্পতিবার বিকাল ৩টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের দিনের তুলনায় কিছুটা বেশি ছিল।

    আজ রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। গত চার দিন ধরে নিয়মিত রোদের দেখা মিললেও শনিবার সূর্যের তেজ ছিল তুলনামূলক বেশি। এতে দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভূত হয়। আজ সকাল ৮টার আগে কুয়াশা না থাকায় চারপাশ বেশ পরিষ্কার দেখা গেলেও ৮টার পর ধীরে ধীরে রোদ উঠতে শুরু করে।

    এদিকে, তীব্র শীতের প্রভাব পড়ছে জনজীবনে। নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের কাজে নামতে কষ্ট হচ্ছে। অনেকের হাত-পা ঠান্ডায় অবশ হয়ে আসছে। কৃষি শ্রমিকদের জন্যও মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে।

    হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে আসছেন। পাশাপাশি অতিরিক্ত শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ রবিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের বেলায় রোদের দেখা মিলছে, ফলে টানা শীতের মধ্যেও কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রার এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…