অনলাইনে মন্তব্য করার জের ধরে যুক্তরাজ্যজুড়ে ধরপাকড়ের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক।
সাম্প্রতিক সময়ে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় অনলাইন মন্তব্যের জন্য ১২ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে পূর্ববর্তী মিডিয়া প্রতিবেদনে জানা গেছে।
এক্স-পোস্টে তিনি প্রশ্ন করেন, 'যুক্তরাজ্য সরকার কেন এত ফ্যাসিবাদী?'
গত ৮ জানুয়ারি দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এআই চ্যাটবট 'গ্রোক'-এর তৈরি ছবির কারণে যুক্তরাজ্য কর্তৃপক্ষ মাস্কের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্ক এক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়াটি নিষিদ্ধও অন্তর্ভুক্ত।
এমআর-২