এইমাত্র
  • ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
  • বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন
  • বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের
  • জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির
  • এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি
  • উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
  • ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
  • ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের
  • দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
  • জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
  • আজ সোমবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও সড়ক নির্মাণ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

    এর আগে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিকবার পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানায়।

    গত শুক্রবার (০৯ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে তৃতীয় দফার পতাকা বৈঠকে বিজিবির কঠোর আপত্তির মুখে বিএসএফ সাময়িকভাবে সড়ক নির্মাণকাজ বন্ধ রাখে। পরবর্তী সময়ে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়।

    তবে রোববার (১১ জানুয়ারি) আবারও বিএসএফ ওই এলাকায় নতুন করে সড়ক নির্মাণের কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক যানবাহনে করে সড়কে মাটি ভরাটের কাজ চালানো হয়েছে।

    খলিশাকোটাল সীমান্ত এলাকার বাসিন্দা আইয়ুব আলী, মজিবর রহমান ও নিফু মিয়া বলেন, তিন চার দিন থেকে আমাদের খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক সড়ক নির্মাণকে কেন্দ্র দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করলেও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।  তাঁদের ধারণা, দুই দেশের সিও পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের আগেই এ কাজ শুরু করা হয়েছে।

    বিজিবি সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের পাশে সোমবারের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে।

    বিজিবির তথ্যমতে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলার থেকে ১১ নম্বর সাব-পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় একটি প্রধান সড়ক রয়েছে। এই সড়কটি শূন্যরেখা থেকে বিভিন্ন স্থানে ৫০ থেকে ১২০ গজ দূরত্বের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। অভিযোগ রয়েছে, এই বিধি লঙ্ঘন করেই বিএসএফ সড়ক নির্মাণ শুরু করে।

    এ ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় মানুষ লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেন।

    এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের যত বারেই কথা হয়েছে, তারা শুধু বার বার বলছে পাকা সড়ক ভেঙে যাওয়ার কারণে বরিবার কিছু মাটি ভরাট করেছে।’

    তিনি আরও বলেন, ‘সোমবার (১২ জানুয়ারী) বিকালে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সার্বিক বিষয়গুলো নিয়ে বিএসএফের সাথে আলোচনা হবে। তবে বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে এবং সীমান্তে সার্বিক পরিস্থিতি খুবই ভালো রয়েছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…