পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাবনা জেল সুপার ওমর ফারুক বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক পরিমন্ডলসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে।
মরদেহ পাবনাতে পৌঁছানোর পরে তার শেষকৃত্য হবার সময় সকলকে জানানো হবে বলেও জানান পরিবারের সদস্যরা।
এইচএ