যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় জিহাদী হোসেন (২৫) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার নারায়নপুরের পুড়াবাড়ি এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
জানা গেছে, রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জিহাদীকে মাদক সেবনে বাধা দেন পরিবারের লোকজন। এতে অভিমান করে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মুমূর্ষু অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মিনারা আলম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে জিহাদীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইখা