নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিকট আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এমন আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দু’বার চিঠি দিয়েছিল বিসিবি। তবে আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরু হতে আর অল্প কিছুদিন থাকায় ভেন্যু এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর সম্ভব নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটির মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা। তবে এখন জানা যাচ্ছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি এবং টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক বিসিসিআই এরই মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ‘কট্টরপন্থীদের’ হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর পর থেকেই মূলত পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে।
বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দিলে নড়ে চড়ে বসে বিসিবি। একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে না পারলে পুরো বাংলাদেশ ক্রিকেট দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকেরা কীভাবে নিরাপদ—এমন প্রশ্ন তুলে ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ করেছে বাংলাদেশ।
এদিকে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক খবরে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে। আজ সোমবার বাংলাদেশকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।
তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব বা সিদ্ধান্ত দেয়, সেটি বিসিবি গ্রহণ না করার সম্ভাবনাই বেশি।
চেন্নাইয়ে ভেন্যু সরে যাওয়ার গুঞ্জনে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একাই সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’
আরডি