এইমাত্র
  • আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা
  • ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
  • টেকনাফে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • দেওয়ানগঞ্জের ভাসমান সেতু এখন মৃত্যুফাঁদ!
  • আবহাওয়া অনুকূলে না থাকায় ভৈরবে কমছে মধু উৎপাদন
  • মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
  • দৈন্যদশা রংপুরের, টেনেটুনে একশ পার
  • রায়পুরে শিশুছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

    সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

    জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

    আজ সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

    বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল।  

    প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। 

    এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। 

    তারও আগে, ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

    ১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…