পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই ইউপির বৌলতলী গ্রামের গেন্দু শরীফের ছেলে।
জানা যায়, রাতে ট্রাক কুয়াকাটায় যাওয়ার বিকল্প সড়ক দিয়ে আলীপুর বন্দরে যাচ্ছিল। এ সময় অনন্তপাড়া গ্রাম দিয়ে নিজের ট্রাক্টর রেখে মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে বাড়িতে ফিরছিলেন আরিফুল ইসলাম। পথিমধ্যে উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া সড়কে পৌঁছালে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাবলাতলা বাজার পর্যন্ত নিলে সেখানেই তার মৃত্যু হয়। ট্রাকচাপায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
মহিপুর থানার ওসি মহব্বত খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ট্রাকচালক এবং তার সহযোগী পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর