এইমাত্র
  • ক্রিকেটকে বিদায় বললেন ৮ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক
  • প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
  • টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
  • আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
  • ‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি
  • নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
  • বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
  • প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
  • ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
  • রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি
  • আজ মঙ্গলবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

    ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

    ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ ও ভাংচুর করেন।

    সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    লামিয়া ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফ মিয়ার স্ত্রী। 

    স্বজনরা জানায়, গেল বুধবার বিকেলে সন্তান প্রসবের জন্য স্বজনরা লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করেন। পরে বৃহস্পতিবার সকালে অস্ত্রপাপাচারের মাধ্যমে লামিয়ার ছেলে সন্তান প্রসব হয়। সিজার পরবর্তী সময়ে লামিয়ার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসকরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তার শরীরে এক ব্যাগ 'বি পজেটিভ' (B+) রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন লামিয়া। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

    স্বজনদের অভিযোগ, লামিয়ার রক্তের গ্রুপ ছিলো 'ও পজেটিভ' (O+)। ক্লিনিকের লোকজন তার রক্তের গ্রুপ ক্রস ম্যাচিং না করে 'বি পজিটিভ' (B+) রক্ত শরীরে পুষ করে। যার কারণে লামিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

    লাবিয়ার দেবর রাজিব হাসান অভিযোগ করে বলেন, ক্লিনিক কতৃপক্ষ রক্ত ক্রস ম্যাচিং করার জন্য ১ হাজার দুইশত টাকা নিলেও ক্রস ম্যাচিং না করে ' বি পজিটিভ' (B+) রক্ত লামিয়ার শরীরে পুষ করে। ভুল রক্ত দেওয়ার কারণেই তার ভাবির মৃত্যু হয়েছে। এসময় তিনি ক্লিনিকটি বন্ধ করাসহ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    এদিকে, লামিয়ার মৃত্যুর খবরে স্বজনরা বন্ধন হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাংচুর করেন। বিক্ষোভকারীরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

    এ বিষয়ে ‘বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টার’ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্লিনিকটির মালিক পক্ষের মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

    খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…