বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা যায়, মাদারগঞ্জ উপজেলার শুভা গাছায় এলাকায় আসর বসিয়ে জুয়া খেলছিলেন তারা।ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন, শুক্কুর আলী ফকির(৪০), সুজন খান (৪২), সাইদুল মন্ডল (৩২), নূর মোহাম্মদ (২৫), সোহেল মন্ডল (৩৫), মোঃ মজনু খান (৪৭), সামিউল ইসলাম (৪৫), মোঃ বিদ্যুৎ আকন্দ (৩৫) ও হাফিজুর রহমান (৪০)।
একই সময় ঘটনাস্থল থেকে নগদ ৭১ হাজার ৫৫০ টাকা এবং ৩টি মোটরসাইকেল জব্দ করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
এসআর