এইমাত্র
  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
  • ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
  • জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
  • ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
  • জীবননগরে যুবকের লাশ উদ্ধার
  • বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
  • কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
  • ‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
  • বিশ্বজুড়ে ৭৯টি কনসার্টের ঘোষণা বিটিএসের
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে সদর আর্মি ক্যাম্প এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

    পলাতক ইলিয়াস ভূঁইয়ার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কার্তুজ সেনাবাহিনীর কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…