মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে সদর আর্মি ক্যাম্প এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।
পলাতক ইলিয়াস ভূঁইয়ার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কার্তুজ সেনাবাহিনীর কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআর