ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত মাত্র ৬০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলার অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১ টায় রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে র্যাব-৮ ভোলা ক্যাম্প ও র্যাব-১ ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে ভোলা র্যাব-৮ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি।
এর আগে, গেল শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানির দোকানসংলগ্ন এলাকায় শাকিলের ছোট ভাই রাকিবের কাছে তামিমের পাওনাকৃত ৬০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করেন তামিম। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর একই দিন সকাল ১০টায় শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে তামিমকে আসামি করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলা দায়েরের পর র্যাব মামলাটি আমলে নিয়ে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৮ ভোলা ক্যাম্প ও র্যাব-১-এর যৌথ অভিযানে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে মামলার আসামি তামিমকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
এনআই