দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলার টাটকপুর এলাকায় অবস্থিত এমডি ব্রিকস, এসএ ব্রিকস ও এমকেএম ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত এসব অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
এছাড়াও অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে র্যাব-১৩, বিরামপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এনআই