এইমাত্র
  • পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান
  • বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
  • ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
  • জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
  • ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
  • জীবননগরে যুবকের লাশ উদ্ধার
  • বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
  • কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    উলিপুরে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা এবং বুড়িতিস্তার পাড় কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে এবং দুইটি ট্রাক্টর জব্দ করেছে। 

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিন-রাত উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

    দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকার আল আরাফাত হোসেন। তাকে গত মঙ্গলবার রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনরত অবস্থায় ধরা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের কারণে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই দিনে বিকেলে উলিপুর পৌরসভার ব্র‍্যাক অফিসের পিছন থেকে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় রাকিব নামে একজনকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে দুই মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

    এ ছাড়াও, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে মাটি বহনের দায়ে দুইটি ট্রাক্টর জব্দ করা হয়।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অনুমতি ছাড়া মাটি কাটা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…